নিজস্ব প্রতিবেদক :
মহান বিজয় দিবস-২০১৮ উপলক্ষে রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সদস্য এবং রাজশাহী জেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। রাজশাহী জেলা পুলিশ
সুপার মো. শহীদুল্লাহ পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান ভূঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের। সংবর্ধনা শেষে প্রধান অতিথি মুক্তিযোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর ২৪ ঘন্টা/এমকে