রাজশাহী জেলা পুলিশ অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করেছে। গতকাল শনিবার দিবাগত রাত থেকে শুরু করে রোববার পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।
রোববার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ইফতে খায়ের আলম।
রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ৪ জন, তানোর থানা ৬ জন, বাগমারা থানা ১০ জন, দুর্গাপুর থানা ২ জন, পুঠিয়া থানা ১ জন, চারঘাট মডেল থানা ২ জন, বাঘা থানা ৫ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে।
যার মধ্যে ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১২ জনকে মাদকদ্রব্যসহ ৬ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ মাইন উদ্দিনকে ৫০গ্রাম গাঁজা এবং ২নং মোঃ বাবু পারভেজকে ৫লিটার চোলাইমদসহ আটক করে।
তানোর থানা পুলিশ ১নং শ্রী যোগিন্দরকে ১৫লিটার চোলাইমদ, ২নং মোঃ আসলাম হোসেন ওরফে সুজনকে ৫লিটার চোলাইমদ এবং ৩নং মোঃ সাইদুর রহমান @ পাপুলকে ১.৬৭গ্রাম হেরোইনসহ আটক করে।
বাগমারা থানা পুলিশ ১নং মোঃ মামুনুর রশিদ ওরফে মামুনকে ৭গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।
দুর্গাপুর থানা পুলিশ ১নং মোঃ জুয়েল রানাকে ১৫গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ সহিদ আলিকে ৩০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ তাজমুল হককে ৩০পিচ ইয়াবা ও ১গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।
বাঘা থানা পুলিশ ১নং মোছাঃ উর্মিলা খাতুন এবং ২নং মোঃ সোহাগ হোসেনকে ৭০গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।
ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক গোদাগাড়ী থানা এলাকা হতে ১নং মোঃ আসাদূজ্জামান হাসানকে ৩০পিছ ইয়াবাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বিএ/