নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা পুনাকের উদ্যোগে শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আজ মঙ্গলবার বিকেল ৪ টার দিকে রাজশাহীর তানোর থানাধীন তালন্দে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি থেকে ছিলেন, রাজশাহী
জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার)। সভাপতিত্ব করেন, পুনাক, রাজশাহী জেলার সভানেত্রী জেনিফার রেবেকা। এ সময় জেলা পুনাকের অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এস/আর