সংবাদ বিজ্ঞপ্তি: করোনা ভাইরাসের কারণে নিম্ন আয়ের মানুষদের পাশে দাড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী জেলা শাখা । রাজশাহী জেলা ছাত্রদলের পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকাল ১১ টায় নগরীর কালুমিস্ত্রির মোড়,কেদুর মোড় এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি(ভারপ্রাপ্ত) শাহরিয়ার আমিন বিপুল রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সভাপতি,মাহফুজুর রহমান মিতু, যুগ্ম-সম্পাদক আল আমিন সহ রাজশাহী জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ
রাজশাহী জেলা ছাত্রদলের উদ্যোগে ৫ কেজি করে চাল, ২ কেজি করে আলু ও ৫০০ গ্রাম করে মসুর ডাউল ৫০ টি পরিবারে মাঝে বিতরণ করে রাজশাহী জেলা ছাত্রদল ।
রাজশাহী জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে তাদের এ কর্মসুচি চলমান আছে এবং করোনা মহামারি থাকা পর্যন্ত অসহায় পরিবারের মাঝে খাদ্র্য সহায়তা অব্যাহত থাকবে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।