নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে র্যালি, মানববন্ধন, আলোচনা ও সেমিনারের মধ্য দিয়ে “বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০১৮” পালিত হয়েছে। বুধবার সকালে দিবসটি উপলক্ষে একটি র্যালি রাজশাহী কলেজ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রাজশাহী কলেজের সামনে মানববন্ধনে মিলিত হয়। পরে “পরিবর্তনশীল বিশ্বে যুব সমাজ ও মানসিক স্বাস্থ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী কলেজ অডিটরিয়ামে এক সেমিনার অনুষ্টিত হয়।
সেমিনারে মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান পার্থ সারথি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজে অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আল-ফারুক চৌধুরী। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল সাইক্লোজিস্ট ফারজানা আক্তার শ্রাবণী। এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষর্থী এবং কর্মচারীবৃন্দ।
খবর ২৪ ঘণ্টা/এমকে