নিজস্ব প্রতিবেদক : রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গোলাম মাওলা (২০) নামের এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। আহতবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাওলা রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের ছাত্র। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীরা দৌড়াদৌড়ি শুরু করে। এরপর তারা মাওলাকে ধরে এলোপাথাড়ি মারধর করে। এতে সে আহত হয়ে পড়লে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি আমানুল্লাহ বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। একজন আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কি নিয়ে তারা মারামারি করেছে তা জানা যায়নি।
খবর২৪ঘণ্টা/এমকে