নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুজ্জাহান বেগমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছেন প্রতিষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা। অভিযোগ করে শিক্ষার্থীরা জানান, চলতি মাসের ২৫-২৬ তারিখ ১৯০ বছর উদ্যাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৪০০০ হাজার শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছেন। প্রত্যেক শিক্ষার্থী ১২০০ টাকা করে রেজিষ্ট্রেশন ফি দিয়েছে। এই উপলক্ষে প্রতিষ্ঠানের অধ্যক্ষকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি সকল দায়িত্ব পালন করবেন। শুক্রবার বিকেলে এ নিয়ে কলেজিয়েট স্কুল কলেজ ভবনে সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীরা আহবায়কের নিকট এ পর্যন্ত ব্যয়ের হিসাব চাইলে তিনি কোন হিসাব সঠিকভাবে দিতে না পারায় শিক্ষার্থীদের সাথে বাকবিত-া হয়। শিক্ষার্থীরা আর্থিক অনিয়মের
অভিযোগ তুলেছেন অধ্যক্ষের বিরুদ্ধে। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে এবং কলেজ গেট বন্ধ করে দেয় বলে জানান শিক্ষার্থীরা। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। অধ্যক্ষ সভা ছেড়ে শিক্ষার্থীদের পুলিশ বেষ্টনীতে রেখে কলেজ প্রাঙ্গন ত্যাগ করে চলে যান বলে অভিযোগ করে জানান শিক্ষার্থীরা। সেই সাথে পুলিশের আচরনের জন্য ওসি শিক্ষার্থীদের নিকট দুঃখ প্রকাশ করেন এবং সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এরপরে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন এবং পূনরায় সভা করার কথা বলেন। পরে রাত পৌনে ৯টার দিকে সকল শিক্ষার্থী প্রতিষ্ঠানের মাঠ ত্যাগ করেন।
খবর ২৪ ঘণ্টা/আর