নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা ও বিভাগের ৮ জেলায় নতুন করে করোনা শনাক্তের হার কমেছে। যাদের করোনা শনাক্ত হয়েছিল তাদের মধ্যে মাত্র কয়েকজন ছাড়া বাকিরা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। এখন করোনা শনাক্তের হার খুবই কম। যদিও এখন কেউ আর স্বাস্থ্যবিধি মানছেনা।
এরমধ্যে রাজশাহী জেলায় নতুন করে মাত্র ৩ জন ও বিভাগে ৪৭ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৮৫ জন। আর মারা গেছে ৪৫ জন। শনাক্তের বেশির মহানগর এলাকার। শনাক্ত হওয়া ৪ হাজার ৯৮৫ জনের মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩৬৫৬ জন, বাঘা উপজেলায় ১৬১ জন, চারঘাট উপজেলায় ১৬০ জন, পুঠিয়া উপজেলায় ১২৮ জন, দুর্গাপুর উপজেলায় ৮০ জন, বাগমারা উপজেলায় ১১৬ জন, মোহনপুর উপজেলায় ১৩৫ জন, তানোর উপজেলায় ১১৬ জন, পবা উপজেলায় ৩০৪ জন ও গোদাগাড়ীতে ১২৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৩২৯ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : এ দিকে রাজশাহী বিভাগের ৮ জেলায় নতুন করে আরো ৪৭ জনের করোনা ভাইরাস কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৭ জন। আর নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ৪৭ জনের। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২০ হাজার ১৯৪ জনে। মাঝখানে বিভাগের জেলাগুলোতে করোনা আক্রান্তে মৃত্যুর সংখ্যা কমলেও গত কয়েকদিন ধরে আবারো মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে শনাক্তের সংখ্যা কম রয়েছে। মোট শনাক্তের মধ্যে ১৮ হাজার ৩৪৫ জন সুস্থ হয়েছে।
শনাক্ত হওয়া ২০ হাজার ১৯৪ জনের মধ্যে রাজশাহী জেলায় ৪৯৮৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ৭৮৫ জন, নওগাঁ ১৩০৩ জন, নাটোর ১০০৮ জন, জয়পুরহাট ১০৯৮ জন, বগুড়া জেলায় ৭ হাজার ৬৬৯ জন, সিরাজগঞ্জ ২১৮০ জন ও পাবনা জেলায় ১১৫১ জন। মৃত্যু হওয়া ৩০৭ জনের মধ্যে রাজশাহী ৪৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২১ জন, নাটোর ৯ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ১৮৬ জন, সিরাজগঞ্জ ১৩ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৫৯ হাজার ৭৮০ জন।
এসকে