নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর বেশ কিছু এলাকায় ওয়াসার সাপ্লাই পানির ট্যাপ থেকে বের হচ্ছে হলুদ পানি। হলুদ পানি বের হওয়ায় ওই এলাকার মানুষজন পড়েছে ভোগান্তিতে। কারণ হলুদ পানি ব্যবহার উপযোগী নয়। হলুদ পানি ব্যবহার অনুপযোগী হওয়ায় এলাকার লোকজন প্রয়োজনীয় কাজে সেই পানি ব্যবহার করতে পারছেননা আবার সেই পানি ব্যবহার না করে উপায়ও নেই তাদের। অনেকটা নিরূপায় হয়েই অনেকে নোংরা হলুদ পানি ব্যবহার করছেন। যার কারণে রোগ বালাইয়ে আক্রান্ত হওয়ার শঙ্কায় আছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন নগরপাড়া এলাকার বেশ কয়েকটি
ট্যাপ দিয়ে গত কয়েকদিন ধরে হলুদ পানি বের হচ্ছে। নগরপাড়া এলাকার ভুক্তভোগী গ্রাহক নাম না প্রকাশ করার শর্তে জানান, মাঝে মধ্যেই তাদের বাড়ির ট্যাপের লাইন দিয়ে হলুদ পানি বের হচ্ছে। সেই পানি সংসারের প্রয়োজনীয় কাজে ব্যবহারের অনুপযোগী। তাই প্রয়োজনীয় কাজে হলুদ নোংরা পানি ব্যবহার করতে না পারায় চাপকলের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন তারা। তিনি আরো জানান, আগে মাঝে মধ্যেই হলুদ পানি বের হত। কিন্ত এখন প্রায় হলুদ পানি বের হতে দেখা যাচ্ছে। এ কারণে ট্যাপের
পানি ব্যবহার করতে না পারায় আমরা চাপকলের উপর নির্ভর হয়ে পড়েছেন। শুধু নগরীর নগরপাড়া এলাকায় নয় নগরীর আরো কিছু এলাকায় কয়েকটি বাড়ির ট্যাপ দিয়ে হলুদ পানি বের হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে রাজশাহী ওয়াসার ব্যাবস্থাপনা পরিচালক সুলতান আব্দুল হামিদের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
আর/এস