নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে ছাত্রীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য হোস্টেল বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রীদের বিকেল ৩টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এবং ছাত্রদের দুপুর ১টার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার এ ঘোষণা দেন রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ সিরাজুল ইসলাম।
তিনি বলেন, ছাত্রীদের বিকেল ৩টার মধ্যে ও ছেলেদের দুপুর ১টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। যেকোন ধরণের অপ্রিতীকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। অনির্দিষ্টকালের জন্য হোস্টেল বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঘোষণার পর থেকেই হল ত্যাগ করতে শুরু করেছে শিক্ষার্থীরা। কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার বেলা ১১টার দিকে ছাত্রলীগ ছাত্রীদের উপর হামলা চালায়। এতে ১০ জন আহত হয়।
খবর২৪ঘণ্টা/এমকে