ঢাকাবুধবার , ৬ ডিসেম্বর ২০১৭
   
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী আইএইচটিতে ছাত্রলীগের হামলায় ১০ ছাত্রী আহত

অনলাইন ভার্সন
ডিসেম্বর ৬, ২০১৭ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে ছাত্রলীগের হামলায় অন্তত ১০ ছাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন, আইএইচটির ফার্মেসী বিভাগের ২য় বর্ষের ছাত্রী ও রাজশাহীর বাঘা উপজেলার আতিয়ার রহমানের মেয়ে রুপা (১৯), একই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ও নওগাঁর বদলগাছি উপজেলার আমজাদের মেয়ে নাজনিন আক্তার (১৮), ল্যাব বিভাগের ছাত্রী নিশাত, ল্যাবের ১ম বর্ষের ছাত্রী মোহনা, ১ম বর্ষের শিক্ষার্থী আফরিন শারমিন, বৃষ্টি সহ ১০ জন। বুধবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হোস্টেলের আবাসিক ছাত্রী আফরিন শারমিনসহ একাধিক ছাত্রী খবর২৪ ঘণ্টাকে অভিযোগ করে জানান, বুধবার সকালে ছাত্রলীগ নেতাকর্মীদের অশালিন আচরণ ও চাঁদাবাজির প্রতিবাদে নিরাপত্তার দাবিতে অধ্যক্ষের কার্যালয়ে স্মারকলিপি দিতে যান। তারা স্মারকলিপি দিয়ে নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত অধ্যক্ষের কার্যালয়ে অবস্থান নেন।

আহত ছাত্রী।এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ছাত্রীদের উপর হামলার চেষ্টা করেন। ছাত্রলীগ মিছিল নিয়ে ভেতরে প্রবেশ করতে গেলে সাধারণ শিক্ষার্থীরা বের হতে চাইলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয় ও অনেকের চুলের মুঠি ধরে ফেলে দেয়। এতে অন্তুত ১৫ জন আহত হয়।

ছাত্রলীগের মারধরের কথা শোনাতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙ্গে পড়েন এক ছাত্রী।বর্তমানে সেখানে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে জানতে অধ্যক্ষের সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
ঘটনাস্থলে থাকা এসআই মাহবুব বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। কোন সমস্যা নেই।

 

খবর২৪ঘণ্টা/এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।