নিজস্ব প্রতিবেদক :
রোববার সকাল ৮টা থেকে একযোগে রাজশাহীর ৮ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়। কিন্ত অন্যান্য বারের নির্বাচনের মতো এবার উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ এ ভোট কেন্দ্রে ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি। ভোটারদের উপস্থিতি কম থাকায় ভোট কেন্দ্রে কতর্ব্যরত কর্মকর্তারা অলস সময় পার করছেন। ভোটের দিন হিসেবে তাদের মধ্যে তেমন কোনো ব্যস্ততা নেই। এর কারণ হচ্ছে ভোটারদের উপস্থিতি তুলনামূলক অনেক কম। এ কারণে ভোটকেন্দ্রে কর্তব্যরত সকল কর্মকর্তাকে অলস সময় পার করতে হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। কিন্ত ভোট শুরু
হওয়ার সময় অনেক কেন্দ্রে কোনো ভোটারকেই পাওয়া যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে কিছু ভোটার আসে। তবে তা সংখ্যায় অপ্রতুল। উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের বিভিন্ন উপজেলা প্রতিনিধিদের সাথে কথা বলে ভোটের তথ্য জানা গেছে। আমাদের গোদাগাড়ী প্রতিনিধি জানায়, রোববার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এ উপজেলায় আ’লীগের দলীয় ও বিদ্রোহী প্রার্থী রয়েছে। সকাল সকাল কেন্দ্রে ভোটারদের দেখা না গেলেও বেলা বাড়ার সাথে সাথে কিছু ভোটারের উপস্থিতি দেখা যায়। তবে অনেক কেন্দ্রে ভোটারদের দেখা যায়নি। তানোর প্রতিনিধি জানায়, সকাল ৮টায়
তানোরে ভোট শুরু হয়। শান্তিপূর্ণভাবে ভোট শুরু হলেও উপজেলার অনেক ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি একেবারেই কম ছিলো। দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন কেন্দ্রে তেমন ভোটার দেখা যায়নি। মোহনপুর প্রতিনিধি জানায়, মোহনপুরেও ভোটগ্রহণ শুরু হয়। এখানকার ভোট কেন্দ্রগুলোতে তেমন ভোটারদের উপস্থিতি নেই। বাগমারা প্রতিনিধি জানায়, বাগমারা উপজেলায় ভোট শুরু হলেও ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি। কেন্দ্রে কেন্দ্রে ভ্টোারদের সংখ্যা খুবই কম দেখা গেছে। তবে দুই/একটি কেন্দ্রে ভোটার দেখা গেছে। দুর্গাপুর প্রতিনিধি জানায়, আগের দিন পৌরসভা ভবন থেকে মেয়র,
চেয়ারম্যানসহ আ’লীগের ১২ জন আটক হয় আচরণ বিধি ভঙ্গের দায়ে। পরে তাদের ৫ দিনের বিনাশ্রম জেলও দেওয়া হয়। এ কারণে ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ উপজেলার কেন্দ্রগুলোতেও ভোটারদের তেমন উপস্থিতি নেই। পুঠিয়া প্রতিনিধি জানায়, সকাল ৮টা থেকে ভোট শুরু হওয়ার পর কিছু কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। আর কিছু কেন্দ্রে তেমন ভোটার দেখা যায়নি। চারঘাট প্রতিনিধি জানায়, চারঘাটে ভোট শুরু হলেও ভোটারদের মধ্যে তেমন কোনো আগ্রহ নেই। কেন্দ্রগুলো প্রায় ফাঁকা ছিলো। বাঘা প্রতিনিধি জানায়, বাঘায় সকাল থেকে ভোট শুরু হলেও ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি। তবে কোথাও কোনো অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলার ৮টি উপজেলায় ২ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও র্যাব ও বিজিবি মাঠে রয়েছে যেকোনো ধরণের অপ্রিতীকর ঘটনা এড়াতে।
খবর ২৪ ঘণ্টা/আস