নিজস্ব প্রতিবেদক :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬টি আসনে বিএনপি ও আ’লীগসহ বিভিন্ন দলের ৩০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ৩০ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়।বৈধ মনোনয়ন ঘোষণাপ্রাপ্তরা হলেন, রাজশাহী-১ আসনের ব্যারিষ্টার আমিনুল হকের স্ত্রী বিএনপি প্রার্থী আভা হক, জেলা আ’লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল মান্নান, ওয়ার্কার্স পার্টির রফিকুল ইসলাম, রাজশাহী- আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সিপিবির এনামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফয়সাল হোসেন, বিএনপির সাহিদ হাসান,
জাতীয় পার্টির খন্দকার মোস্তাফিজুর রহমান, রাজশাহী-৩ আসনে বিএনপির এ্যাড. শফিকুল হক মিলন, আ’লীগের আয়েন উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুর রহমান, যুক্তফ্রন্ট এলডিপির মনিরুজ্জামান, বাংলাদেশের সাম্যবাদী দলের সাজ্জাদ আলী, রাজশাহী-৪ আসনে বিএনপির আবু হেনা, আ’লীগের এনামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজবুল ইসলাম খান, রাজশাহী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক, বিএনপির মাহমুদা হাবিবা, বিএনএফ’র মুখলেসুর রহমান, আ’লীগের মনসুর রহমান, জাতীয় পার্টির আবুল হোসেন, বিএনপির অধ্যাপক নজরুল ইসলাম, জাকের পার্টির শফিকুল ইসলাম ও রাজশাহী-৬ আসনে জাতীয় পার্টির ইকবাল হোসেন, ইসলামী আন্দোলনের আব্দুস সালাম সুরুজ, আ’লীগের শাহরিয়ার আলম, বিএনপির নুরুজ্জামান ও বজলুর রহমান।রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল কাদের এসব প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
খবর ২৪ ঘণ্টা/এমকে