নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের মোট ৬৯৫টি ভোটকেন্দ্র। এরমধ্যে ৩৮৯টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) বলে জানিয়েছেন পুলিশ। এরমধ্যে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অধীনে ১৯৬টি কেন্দ্রের মধ্যে ১৮৬টি ও জেলায় ৪৯৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২০৩টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য অতিরিক্ত জনবল নিয়োগ করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরএমপির দেয়া তথ্যমতে, ভোটের আগের দিন থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে নিরাপত্তার দায়িত্বে থাকবেন একজন এসআই বা এএসআইসহ মোট ১৭ জন নিরাপত্তাকর্মী। এদের মধ্যে একজন এসআই বা এএসআই, চারজন কনস্টেবল এবং ১২জন আনসার সদস্য। আর সাধারণ কেন্দ্রগুলোর একজন কনস্টেবল কমিয়ে দায়িত্বে থাকবে ১৬ জন নিরাপত্তাকর্মী। নির্বাচনকে কেন্দ্র করে এবারই প্রথম আনসার বাহিনীর হাতে আগ্নেয়াস্ত্র প্রদান করা হচ্ছে।
এদিকে নির্বাচন কেন্দ্রের পাশাপাশি পুরো আরএমপি এলাকার নিরাপত্তার জন্য টহলে নিয়োজিত থাকবে ৫১টি মোবাইল টিম। এর বাইরে র্যাব, বিজিবি ও সেনাবহিনীর সদস্যরাও নিয়োজিত থাকবে আরএমপি এলাকার নিরাপত্তার দায়িত্বে।
অপরদিকে রাজশাহী জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানিয়েছেন, জেলায় ৪৯৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২০৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন তারা।
ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে একজন এসআই ও এক জন কনস্টেবল নিয়োগ দেয়া হয়েছে। অন্যদিকে সাধারণ ভোটকেন্দ্রগুলোতে এসআই দায়িত্বে নাও থাকতে পারে। সেগুলোতে দুই জন করে কনস্টেবল দায়িত্বে রাখা হবে। এছাড়াও নিরাপত্তার জন্য টহলে নিয়োজিত থাকবে মোবাইল টিম। এর বাইরে র্যাব, বিজিবি ও সেনাবহিনীর সদস্যরাও নিয়োজিত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
খবর ২৪ঘণ্টা/ নই