ঢাকাসোমবার , ২৭ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর সরকারি কলেজগুলোতে দ্বিতীয় দিনেও কর্মবিরতি পালন

admin
নভেম্বর ২৭, ২০১৭ ৮:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় শিক্ষানীতি-২০১০ এ বর্ণিত নির্দেশনা অনুসারে জাতীয়করণের জন্য ঘোষিত কলেজ শিক্ষকদের ক্যাডার বহির্ভূত করে বিধিমালা জারির প্রতিবাদে পরীক্ষাসহ সকল নিয়মিত কার্যক্রম থেকে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছে রাজশাহী মহানগরীতে অবস্থিত কলেজগুলোর শিক্ষকরা।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ঘোষিত কর্মসূচী অনুযায়ী তারা এ কর্মবিরতি পালন করছেন। গতকাল রোববার ও সোমবার এ কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।

কর্মবিরতি চলাকালে রাজশাহী সরকারি কলেজ সহ অন্যান্য সরকারি কলেজগুলোতে কোন ক্লাশ ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। কেন্দ্রী কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মবিরতি পালন করা হয়।

 

খবর২৪ঘণ্টা/এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।