নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত প্রার্থী বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মহানগর বিএনপি’র সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হাসেন বুলবুল গতকাল সপুরা এলাকার জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদে যোহরের নামাজ আদায় শেষে মসজিদের মুসল্লিদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। সেইসাথে ধানের শীষে ভোট প্রদান করে পুনরায় নগরবাসীর সেবা করার জন্য উপস্থিত জনগণের নিকট দোয়া প্রার্থনা করেন।
অত্র এলাকার জনগণ ও মুসল্লিরা নামাজ শেষে বুলবুলের সঙ্গে সাক্ষাত করেন এবং ধানের শীষে ভোট প্রদান করে পুণরায় মেয়র হিসেবে বিজয়ী করবেন বলে প্রতিশ্রুতি দেন।
খবর২৪ঘণ্টা/এমকে