নিজস্ব প্রতিবেদক : নিয়ম লঙ্ঘনের অভিযোগে স¤প্রতি বন্ধ হয়ে যাওয়া রাজশাহীর বেসরকারী শাহমখদুম মেডিকেল কলেজ ছাত্রছাত্রীদের উপর হামলার ঘটনায় সন্দেহভাজনভাবে আরো দুইজনকে আটক করেছে পুলিশ। তারা দুইজনই মেডিকেল কলেজের কর্মচারী। আটককৃতরা হলেন, বাপ্পি ও মাহমদু। দুইজনের মধ্যে একজনের বাড়ি মতিহার ও গাইবান্ধা জেলায়। এর আগে একই মামলায় এজাজার নামীয় ২ জনকে আটক করে পুলিশ। এ নিয়ে ৪ জনকে আটক করেছে পুলিশ। আটক আসামীর মধ্যে দুইজনের জামিন হয়েছে। তাদের রোববার আদালতে পাঠানো
হয়েছে। এ তথ্য নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা চন্দ্রিমা থানার এসআই ফারুক বলেন, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সন্দেহভাজনভাবে আরো দুইজনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, উল্লেখ্য, শুক্রবার বিকেল ৪টার দিকে ছাত্রছাত্রীরা মেডিকেলের হোস্টেলে প্রবেশ করতে গেলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এমডির উপস্থিতিতে বহিরাগত
লোকজন বাঁশ ও রড দিয়ে শিক্ষার্থীদের মারধর করে। এতে প্রায় ১০ থেকে ১২ জন আহত হয়। পরে তাদের মধ্যে ৭ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নেন। ঘটনার পর আহতদের পক্ষ থেকে মেহেদী হাসান বাদী হয়ে থানায় থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।