মোহনপুর প্রতিনিধি: বিএনপির চেয়ারপারর্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে ঘিরে রাজশাহী মোহনপুর উপজেলা তিনদিনে কর্মসূচি হিসাবে মোহনপুর উপজেলা বিএনপি গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন।
শনিবার বিকাল ৫ টায় মোহনপুর উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ের এ কর্মসূচি পালন করা হয়। গণস্বাক্ষর কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন। উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মাহবুব আর রশিদের পরিচালনায় ।
প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসর প্রাপ্ত প্রফেসর নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা বাবলু, সহ-সভাপতি অধ্যাপক মফিজুর রহমান মধু, সাবেক যগ্ম-সম্পাদক জাকির হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জালাল উদ্দিন বিপ্লব , মিজানুর রহমান মিলন, যুবদলের সভাপতি বাচ্চু রহমান, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, জেলা তাঁতী দলের সাধারন সম্পাদক জিল্লুর রহমান ,সেচ্ছা সেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, কৃষক দলের সাধারন সম্পাদক রইচ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া মন্ডল ,শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক, সাধারন সম্পাদক আসলাম সহ উপজেলা ইউনিয়ন বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ