1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীর মুন্ডুমালা পৌরসভায় আ'লীগের প্রার্থীকে হারিয়ে বিদ্রোহী প্রার্থীর চ্যালেঞ্জিং জয় - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন

রাজশাহীর মুন্ডুমালা পৌরসভায় আ’লীগের প্রার্থীকে হারিয়ে বিদ্রোহী প্রার্থীর চ্যালেঞ্জিং জয়

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মুণ্ডমালা পৌরসভা নির্বাচনে আ’লীগের দলীয় প্রার্থী আমির হোসেন আমিনকে হারিয়ে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সাইদুর রহমান চ্যালেঞ্জিং জয় পেয়েছেন। ৬১ ভোটের ব্যবধানে দলীয় প্রার্থীকে হারিয়েছে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান। এ পৌরসভা আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ছিলেন আমির হোসেন আমিন।

মুন্ডুমালা পৌরসভায় ৩ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমির হোসেন আমিন নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৩৯৮ ভোট। আর বিএনপির মনোনীত প্রার্থী ফিরোজ কবীর (ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৬৮১ ভোট এবং স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান তার জগ প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৪৫৯ ভোট।

মুন্ডুমালা পৌরসভায় ১০টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে ৮টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। ১০টি কেন্দ্রের পুরুষ-মহিলা মিলে ৫৩টি বুথে ভোটাররা ভোট দেন। মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৬৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৭৪৪ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৯৫১ জন। আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। গণনা শেষে এ ঘোষণা দেয়া হয়।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST