নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ অপেক্ষার পর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মহাসমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপিসহ কয়েকটি দলের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট। এ তথ্য নিশ্চিত করে জাতীয় ঐক্যফ্রন্টের রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য ও নগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, কিছু শর্তে অবশেষে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিভাগীয় মহাসমাবেশ করার অনুমতি পুলিশের পক্ষ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার এ অনুমতি দিয়েছেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সদর ইফতে খায়ের আলম বলেন, বুধবার সন্ধ্যায় মাদ্রাসা মাঠে বিভাগীয় মহাসমাবেশ করার অনুমতি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তবে কিছু শর্ত রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো, আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটে এমন কোন কাজ করা যাবেনা ও জনদূর্ভোগ সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে। এ ছাড়া তেমন কোন শর্ত নেই। এদিকে, সমাবেশের অনুমতি পাওয়ার পর বৃহস্পতিবার বেলা ১১টার দিক থেকে মঞ্চ তৈরির কাজ শুরু করেছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। সবকিছু ঠিকঠাক থাকলে ৯ তারিখ দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। সমাবেশে জাতীয় ঐক্যফ্রন্টের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া ঐক্যফ্রন্টের আরো কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, ৯ তারিখ সমাবেশের জন্য ঐক্যফ্রন্টের পক্ষ থেকে পুলিশ কমিশনারের কাছে অনুমতি চাওয়া হলে প্রথমে রাজশাহীর গণকপাড়া ও পরে মাদ্রাসা মহাসমাবেশের অনুমতি দেওয়া হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।