ঢাকাবৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০১৭
   
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর বুলনপুর সংলগ্ন পদ্মা নদীর পাড়ে ভয়াবহ ধস

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১৪, ২০১৭ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর বুলনপুর সংলগ্ন পদ্মা নদীর পাড়ে ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ১০ টার দিকে ধসের ঘটনা ঘটে। এতে নদীর পাড়ের আশেপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ওই এলাকার সাবেক কমিশনারের বাড়ির সামনেই এ ধস দেখা দিয়েছে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে হঠাৎ করে বুলনপুর পদ্মা নদী সংলগ্ন পড়ে বিশাল ধস  নামে । প্রায় ২ থেকে ৩শ ফুট পাহাড় ধসে গেছে। সেই সাথে আশেপাশের বাড়িঘরের জায়গায় ফাটল ধরেছে। এতে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মানুষ আতঙ্কে নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে আসে।

 

তাৎক্ষণিক ধসে যাওয়া জায়গাটি দেখতে অনেক মানুষ ভিড় জমায়।  স্থানীয়দের অভিযোগ,বালি তোলার কারনেই এই পাড় ধসের ঘটনা ঘটেছে। পাড়ের আশেপাশের বাড়িও ধসে যাওয়ার আশঙ্কা করছেন তারা। তারা বলছেন, পদ্মা নদী থেকে অতিরিক্ত বালি তোলার কারণে এ ধসের ঘটনা ঘটেছে। এখনই কোন একটা ব্যবস্থা না করলে আরো ভয়াবহ ভাঙ্গন দেখা দিতে পারে।

উল্লেখ্য, অনেক দিন ধরে পদ্মা নদী থেকে বালি উত্তোলন করা হচ্ছে। সেই বালি উত্তোলনের কারণে পাড়ে ধসে নেমেছে।

খবর২৪ঘন্টা/এম কে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।