নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর লক্ষীপুরে অবস্থিত বারিন্দ মেডিকেলে রোকেয়া নামের এক কর্তব্যরত নার্সের সাথে চিকিৎকের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর থেকে দুপুর ২টা পর্যন্ত নার্সরা গেট বন্ধ করে দিয়ে কর্মবিরতী শুরু করে। তবে মেডিকেল পরিচালকের ঘরোয়া মিটিংয়ের পর আবার চিকিৎসা কার্যক্রম চালু হয়।
সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর মাসের ১২ তারিখে একটি রোগী বারিন্দ মেডিকেলে ভর্তি হয়। কয়েকদিন আগে নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক বিভাগীয় প্রধান ডা. লুৎফর রহমান তার অপারেশন করে স্যালাইন দেন রোগীকে এবং কর্তব্যরত নার্সকে সেটি সময়মত খোলার জন্য বলেন। কিন্তু তিনি রাউন্ডে এসে স্যালাইন লাগানো অবস্থায় দেখতে পেয়ে কর্তব্যরত নার্স রোকেয়াকে বকাবকি করেন।
আর নার্সদের অভিযোগ, ডাক্তার তাকে লাথি মেরেছেন। প্রায় সময় তিনি নার্সদের সাথে খারাপ আচরণ করেন। তাই তারা গেট লাগিয়ে ডিউটি বন্ধ করে দেন।
ঘটনার পর থেকে দুপুর ২টা পর্যন্ত চিকিৎসা কার্যক্রম বন্ধ ছিল। পরে হাসপাতালের পরিচালক ডা. সুজিত কুমার ভদ্র ও কলেজ অধ্যক্ষ চিকিৎসক ও নার্সদের নিয়ে বসে বিষয়টি মীমাংশা করে দেয়।
নার্সদের পক্ষ থেকে উঠা অভিযোগের বিষয়ে ডাক্তার লুৎফর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
হাসপাতালের পরিচালক ডা. সুজিত কুমার ভদ্র বলেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এটা ঠিক হয়ে গেছে।
খবর২৪ঘণ্টা/এমকে