নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাজারগুলোতে দেশি পেঁয়াজ ১৮০ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ১৫০ টাকা কেজি দরে বিক্রির নির্দেশ দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। রোববার বিকেলে নগরীর সাহেব বাজারে পেয়াজের বাজারে অভিযান পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাঁচাবাজার ঘুরে পেঁয়াজের দামের খোঁজ খবর নেন এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেন। ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতকে পাইকারি বাজারে বেশি
দামে পেঁয়াজ কেনার বিষয়টি অবহিত করেন। ভ্রাম্যমাণ আদলতের পক্ষ থেকে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যের বেশি দামে পেঁয়াজ না বিক্রি করার নির্দেশ দেওয়া হয়। খুচরা বাজারে দেশি পেঁয়াজ ১৮০ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ১৫০ টাকা কেজি দরে বিক্রির নির্দেশ দেওয়া হয়। এর থেকে বেশি নেয়া হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণেরও হুশিয়ারি দেয়া হয়।
আর/এস