1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীর বাজারে কাঁচা মরিচ ২০০ টাকা কেজি! - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১২:১২ অপরাহ্ন

রাজশাহীর বাজারে কাঁচা মরিচ ২০০ টাকা কেজি!

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
মাত্র এক সপ্তাহের ব্যাবধানে রাজশাহী মহানগরীর বাজারগুলোতে কাঁচা মরিচের দাম দুই থেকে তিনগুণ বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। নগরীর প্রত্যেকটি বাজারেই কাঁচা মরিচের এমন লাগামহীনভাবে বেড়ে গেছে। ক্রেতাদের অভিযোগ, বর্ষা মৌসুমে সিন্ডিকেট করে ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় এই মরিচের দাম বাড়িয়ে দিয়েছে। শুধু কাঁচা মরিচ নয় নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি সবজির বেড়ে গড়ে ৫০ টাকা কেজি। এতে কম আয়ের মানুষেরা ব্যাপক বিপদের মধ্যে পড়েছেন। আর মরিচ ব্যবসায়ীরা বলছেন, ইচ্ছায় দাম বাড়ানো হয়নি। বর্ষা মৌসুমে দাম বেড়ে যায়। পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। দাম বেড়ে যাওয়ায় আগের তুলনায় কাঁচা মরিচের

বিক্রিও কমেছে। খোঁজ নিয়ে জানা গেছে, বর্ষা মৌসুমের প্রথম ভারি বৃষ্টি হওয়ার শুরু থেকে নিত্য প্রয়োজনীয় সবজির দাম হুট করে বাড়তে শুরু করে। দাম বাড়তে বাড়তে এক সময় মরিচের দাম বেড়ে ২০০ টাকা কেজি হয়ে যায়। সরজমিনে শনিবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০ টাকা পোয়া। তবে খুব কম ক্রেতাকেই এক সাথে এক পোয়া মরিচ কিনতে দেখা যাচ্ছে। ক্রেতারা ১০০ গ্রাম মরিচ বেশি কিনছেন। নগরীর সাহেব বাজার, কোর্ট স্টেশন বাজার, লক্ষীপুর কাঁচা বাজার, সাহেব বাজার কাঁচা বাজার, নওদাপাড়া বাজার, ভদ্রা বাজার, বিনোদপুরসহ বিভিন্ন বাজারে ৫০ টাকা পোয়া দরে মরিচ বিক্রি হচ্ছে। এর থেকে এক টাকা কমেও মরিচ বিক্রি করছেন না বিক্রেতারা।

এ ছাড়া আলু ২০ টাকা কেজি, পুইশাক ৩০ টাকা কেজি, ভেন্ডি ৩০ টাকা কেজি, বেগুন ৫০ থেকে ৬০ কেজি, করলা ৬০ টাকা কেজি, কচু ৫০ টাকা কেজি। শুধু আলু ছাড়া প্রত্যেকটি সবজির দাম বেড়েছে দ্বিগুণ করে। কোর্ট স্টেশন বাজারে সবজি কিনতে আসা আব্দুল্লাহ নামের একব্যক্তি বলেন, যেভাবে মরিচসহ সবজির দাম বেড়েছে সেভাবে মানুষের আয় বাড়েনি। আমরা যারা কম আয়ের মানুষ আছি তারা সমস্যার মধ্যেই পড়বো। প্রশাসনকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। যাতে কেউ সিন্ডিকেট

করে প্রয়োজনী সবজির দাম না বাড়াতে পারে সে ব্যাপারে নজরদারির আহবান জানান ওই ক্রেতা। তবে সবজি ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, বর্ষা মৌসুমে সরবরাহ কম থাকায় দাম বাড়ে। পাইকারি বাজারেই বাড়তি দাম। তাই খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team