সবার আগে.সর্বশেষ  
ঢাকারবিবার , ২৬ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর বাজারে আবার বেড়েছে পেঁয়াজের দাম

অনলাইন ভার্সন
নভেম্বর ২৬, ২০১৭ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর বাজারগুলোতে আবারো লাগামহীনভাবে বেড়েছে পেঁয়াজের দাম। দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম কেজি প্রতি বেড়েছে ২০-৩০ টাকা পর্যন্ত। এ নিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। দাম বাড়ায় দিনমজুরদের  নাভিশ্বাস উঠে যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বছরের শুরু থেকে প্রায় ৩/৪ দফায় পেঁয়াজের দাম বেড়েছে।

গতকাল নগরীর বাজারগুলোতে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০-১০০ টাকায় ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৬৫-৭০ টাকায়।
গত কয়েকদিন আগেও দেশি পেঁয়াজের দাম ছিল কেজি প্রতি ৬০-৬৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৫০-৫৫ টাকা কেজি।
নগরীর সাহেব বাজার কাঁচাবাজার, কোর্ট স্টেশন বাজার, হড়গ্রাম বাজার, শিরোইল বাজার, নওদাপাড়া বাজারা, বিনেদপুর বাজার, ভদ্রাসহ নগরীর প্রত্যেকটি বাজারে একই অবস্থা বলে খবর পাওয়া গেছে।

দেশে প্রতি বছর পেঁয়াজের চাহিদা রয়েছে ২২ হাজার টন। বাংলাদেশে উৎপাদিত হয় ১৮ হাজার টন। বাকি পেঁয়াজ আমদানি করার কারণেই দাম বেড়ে যায়।

তবে এবার লাগামহীনভাবেই বেড়েছে দাম। কোর্ট স্টেশনে বাজার করতে আসা এক ক্রেতা বলেন, দফায় দফায় যেভাবে দাম বাড়ছে তা অস্বস্তিকর। কারণ যেভাবে সবকিছুর দাম বাড়ছে সেভাবে তো মানুষের আয় বাড়েনি। তাহলে কিভাবে সংসার চালানো সম্ভব?
ব্যবসায়ীরা বলছেন, দাম ইচ্ছা করে বাড়ানো হয়নি। পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় দাম বাড়ানো হয়েছে।

 

খবর২৪ঘণ্টা/এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।