বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী স্টেশন থেকে তেল চুরির সময় হাতে নাতে দুইজন আটক করা হয়েছে। ট্রেনের চালকের সাথে শখ্যতা করে রেলের তেল চুরির সময়ে হাতেনাতে তাদের আটক করে পুলিশে দিয়েছে যাত্রী ও স্থানীয়রা। শনিবার(১৩ অক্টোবর ) রাত পৌনে নয়টার দিকে আড়ানী স্টেশন থেকে তেল চুরির দায়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, নাটোরের লালপুর উপজেলার গোসাইপুর গ্রামের আফসার আলীর ছেলে ইমরান খান (৩০) এবং একই উপজেলার ঈশ্বরপাড়া গ্রামের সোনামল্লির ছেলে আনোয়ার হোসেন (২০)। বিষয়টি নিশ্চিত করেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী।
জানা যায়, শনিবার রাতে রাজশাহী থেকে ঈশ^রর্দীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি আড়ানী স্টেশনে এসে পৌছে রাত ৮ টা ৪৩ মিনিটে এবং ছাড়ে রাত ১০ টা ২০ মিনিটে। প্রায় দেড় ঘন্টা ট্রেনের যাত্রীদের ভোগান্তিতে পড়ে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকার যাত্রীরা ক্ষুব্ধ হয়। এদিকে হঠাৎ করে ট্রেনের ইঞ্জিনে বড় বড় তেলের জার রাখায় যাত্রীদের সন্দেহ হয়। কেন ট্রেন ছাড়তে বিলম্ব হচ্ছে অনুসন্ধানে ট্রেনের যাত্রী ও স্থানীয়রা চালকের কাছে জানতে গিয়ে দেখেন ট্রেনের ইঞ্জিন থেকে দেদারসে তেল চুরি হচ্ছে। বিষয়টি নিয়ে ট্রেন চালকের সাথে যাএীদের কথাকাটাকাটি এক পর্যায়ে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ছুটে যান সেখানে। এ সময় ৭০ লিটার তেল ভর্তি জারসহ দুইজনকে হাতে নাতে আটক করে ট্রেনের যাত্রী ও স্থানীয়রা। খবর দেয়া হয় বাঘা থানায়। পরে পুলিশ সেখানে পৌছে তাদের থানায় নিয়ে যায়।
তবে এ বিষয়ে কথা বলতে চাইলে স্টেশন মাস্টারসহ সংশ্লিষ্ট কেউ কোন কথা বলতে চাননি। রাত আটটায় স্টেশন মাষ্টার একরামুল হকের দায়িত্বরত সময় পার হলে পরবর্তীতে হাসানুল হক দায়িত্ব পালন করতে থাকেন। তবে তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, এই বিষয়ে আমার কিছু জানা নেই।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীন আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, তেল চুরির দায়ে আটক দুইজনকে রোববার আদালেতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা, /জেএন