ঢাকাবুধবার , ২৯ নভেম্বর ২০১৭
   
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর বাঘায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ভার্সন
নভেম্বর ২৯, ২০১৭ ৮:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় সারমিষ্ঠা সাহা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

সারমিষ্ঠা সাহা বাঘা পৌর এলাকার নারায়নপুর গ্রামের স্কুল শিক্ষক শুকান্ত সাহার স্ত্রী।

গৃহবধূ সারমিষ্ঠার স্বামী স্কুল শিক্ষক শুকান্ত সাহা জানান, মঙ্গলবার বিকেলে স্ত্রীর সঙ্গে কথা বার্তা বলে স্থানীয় বাজারে যান। রাত পৌনে ৯টার দিকে বাজার থেকে বাড়ি ফিরে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখে স্ত্রীকে ডাকতে শুরু করেন। তারপরও কোন সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন গলায় ওড়না প্যাচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে পুলিশকে খবর দিলে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

গৃহবধূ সারমিষ্ঠার শাশুরি মল্লিকা সাহা বলেন, ‘আমার ছেলে বাইরে থাকলে বৌ মা ঘরের দরজা বন্ধ করে বেশিরভাগ সময়ে থাকতো। ঘটনার দিন একইভাবে ঘরের দরজা বন্ধ করা ছিল। ’

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।