সবার আগে.সর্বশেষ  
ঢাকাবুধবার , ২০ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর ফুটপাতের দোকানগুলোতে শীতের পোশাক কিনতে ক্রেতাদের ভিড়

অনলাইন ভার্সন
ডিসেম্বর ২০, ২০১৭ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক :
রাজশাহী মহানগরীর ফুটপাতের দোকানগুলোতে গরম কাপড় কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। পৌষ মাসের শুরু থেকেই ঠান্ডা পড়া শুরু করেছে। ঠান্ডার কবল থেকে বাঁচতে নি¤œ আয়ের মানুষেরা ফুটপাতের দোকানে ভিড় করছেন। পছন্দমত সাধ্য অনুযায়ী গরম কাপড়ও কিনছেন তারা।

নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে বৃষ্টি নামার পর থেকেই ফুটপাতের দোকানগুলোতে গরম কাপড় বিক্রি হওয়া হয়। তবে এরপর আবার গরম আবহাওয়ার কারণে শীতের পোশাক কেনাবেচা কিছুটা থমকে গিয়েছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী মহানগরীর অন্যতম গুরুত্বপূণ সাহেব বাজার জিরো পয়েন্ট, গণকপাড়া, শিরোইল বাস টার্মিনাল, রেলগেট এলাকা, কোর্ট শহীদ মিনার, লক্ষèীপুর, কোর্ট স্টেশনে অবস্থিত ফুটপাতের দোকানগুলোতে বিক্রি হচ্ছে শীতের পোশাক। ক্রেতারাও ভিড় জমাচ্ছেন পোশাক কিনতে।

 

এসব দোকানে পাওয়া যাচ্ছে, জ্যাকেট, মোটা গেঞ্জি, প্যান্ট, ফুলহাতা মোটা শার্ট, কোর্ট, শুয়েটার, মাপলাল সহ অন্যান্য পোশাক। এ ছাড়াও মেয়েদের শুয়েটারসহ বিভিন্ন পোশাক বিক্রি হচ্ছে। তবে বিগত বছরের তুলনায় এবার ফুটপাতের দোকানেও শীতের পোশাকের দাম বেশি নেওয়া হচ্ছে বলে ক্রেতাদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে।

তবে গত সপ্তাহের শুরুর দিক থেকে কেনাবেটা শুরু হয়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন।
মঙ্গলবার নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকার ফুটপাতে গরম কাপড় কিনতে আসা এক ক্রেতা বলেন, কম দামে শীতের পোশাক কিনবো বলে ফুটপাতের দোকানে এসেছি। কিন্তু বিক্রেতারা লাগামহীন দাম চাচ্ছেন। তাই গরম পোশাক কেনা দায় হয়ে পড়বে।

 

সাহেব বাজার ঘুরে দেখা গেছে, ফুটপাতে নারী-পুরুষের জন্য এক দামে পৃথক দোকানে শীতের পোশাক বিক্রি করা হচ্ছে। এই পোশাকগুলো কিনতেও ভিড় জমাচ্ছেন নারী-পুরুষ ক্রেতারা।
নগরীর শিরোই বাস টার্মিনাল এলাকায় গিয়েও দেখা গেছে ফুটপাতের দোকানে ক্রেতাদের ভিড়। ক্রেতারা সাধ্য অনুযায়ী পোশাক কিনছেন।

ফুটপাতের দোকানেও দাম বেশি নেওয়া হচ্ছে ক্রেতাদের এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কালাম নামের এক ব্যবসায়ী বলেন, ফুটপাতের দোকানে যেসব পোশাক বিক্রি করা হয় তার বেশির ভাগই পুরাতন। আবার কিছু কিছু নতুন কাপড়ও রয়েছে। নতুন পুরাতন মিলে বিক্রি করা হয়। পাইকারী বাজারেই বেশি দামে

কিনতে হচ্ছে তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। কম দামে কিনতে পারলে কম দামেই বিক্রি করা হবে।
শুধু শীতের পোশাক কিনতে ফুটপাতের দোকানে ভিড় তা নয় ফুটপাতের জুতার দোকানেও ক্রেতারা ভিড় জমাচ্ছেন। কম দামে সাধ্যের মধ্যে শীতে নিবারনের জন্য কেডস্ কিনছেন নিম্ন আয়ের মানুষজন।

খবর২৪ঘণ্টা/এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।