নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকার এক বাড়িতে প্রকাশ্যে দিবালোকে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বিকেলে রাজশাহী ক্যাডেট কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম মোস্তফার বাসায় এ চুরির ঘটনা ঘটে।
বাড়ির মালিক জানান, পদ্মা আবাসিক এলাকায় হজের মোড়ে ৮ নম্বর রোডের ৪৩৪ বাসায় স্ত্রী ও মেয়েসহ তারা তিনজন বসবাস করেন। বৃহস্পতিবার বিকেলে তারা সবায় বাড়ির বাইরে গিয়েছিলেন। বিকেল ৫ টার দিকে তার স্ত্রী বাড়িতে ফিলে দরজা ভেতর থেকে লাগানো দেখতে পান। এ সময় দরজা ধাক্কাধাক্কি করে খুলতে না পেরে বাসার বাইরে অপেক্ষা করছিলেন। পরে তিনি বাড়িতে ফিরে ভেতরে গিয়ে দেখেন দুইটি ঘরে আলমারি ভাঙ্গা।
একটি ক্যামেরা, নগদ ২০ হাজার টাকা, ১৫ হাজার টাকা মূল্যর প্রাইজবন্ড, স্বর্ণের কানের দুলসহ বেশ কিছু কাপড় খোয়া গেছে। যার মূল্য প্রায় দুই লাখ টাকা।
তিনি আরও বলেন, এ এলাকায় গত একমাসে একই ভাবে চারটি বাসায় চুরি হয়েছে। এলাকায় বহিরাগত মাদকাসক্তদের আড্ডা বেশি। এ নিয়ে পুলিশের কাছে একাধিকবার অভিযোগ দেয়া হলেও কাজ হয়নি বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি বলেন, চুরির বিষয়টি তিনি শুনেছেন। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে