নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর নিউমার্কেট এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংকের শাখায় অভিযান চালিয়েছে নগর গোয়েন্দা পুলিশের একটি দল। শুক্রবার বিকেলে নগরীর নিউমার্কেটে অবস্থিত ইসলামী ব্যাংকে জামাত-শিবিরের গোপন বৈঠকের খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালায়। অভিযান চালিয়ে ঘটনার কোন সত্যতা পাননি ডিবি পুলিশ। তবে অভিযান শেষে পুলিশ জানায়, জামাত-শিবিরের বৈঠক হয়নি, ব্যাংকের মধ্যে কাজ কর্মকর্তা-কর্মচারীরা। জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যে নগরীর ইসলামী ব্যাংকের নিউমার্কেট শাখার মধ্যে জামায়াত-শিবিরের গোপন বৈঠক চলছে। খবর পেয়ে ব্যাংকের ভেতরে প্রবেশ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রায় এক ঘণ্টা ২০ মিনিট ভেতরে থাকার পরে বাইরে এসে ডিবি পুলিশ জানায়, নিউমার্কেটের ইসলামী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ে জামায়াত-শিবিরের গোপন বৈঠক চলছে এমন
একটি তথ্যের ভিত্তিতে তারা সেখানে অবস্থান করেন। ভেতরে গিয়ে সেই রকম কোন তথ্য পায়নি তারা।
এ বিষয়ে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, ইসলামী ব্যাংকের নিউমারকেট শাখায় রাজশাহী অঞ্চলের সকল ব্যবস্থাপকদের নিয়ে ও ঢাকার বড় বড় কর্মকর্তাদের নিয়ে মিটিং ছিল। কেউ ভুল তথ্য দিয়েছিল। বিষয়টি যাচাই-বাছাই করে ফিরে এসেছে পুলিশ। নিউমার্কেট শাখার ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, শুক্রবার আমাদের রুটিন ওয়ার্ক ছিল। সেই কাজ চলছিল। ডিবির একটি দল ভুল তথ্য পেয়ে এসেছিলেন। কিন্ত তাদের কাছে পাওয়া গোপন তথ্যের সত্যতা না পাওয়ায় ফিরে গেছেন। জামায়াত-শিবিরের মিটিং হওয়ার কোন সুযোগ নেই। সবাই কাজ করছিল।
এমকে