নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকা থেকে ৯ জন মাদকসেবীকে আটক করেছে র্যাব-৫। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পুঠিয়া উপজেলার বানেশ্বর এর একটি চাতালের মধ্যে থেকে ৯ জনকে আটক করে র্যাব। আটককৃতরা হলেন, বিটু (৩৮), শান্ত (২৮) , শাহিন (৪২), রাজু (৪০), জুলহাস
(৪০), মিজানুর (৩২), ইমরান (৩৫) ও টুটুল (৩৮)। আটককৃতদের মধ্যে পুঠিয়া উপজেলা, রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা এবং নাটোরের বাসিন্দা রয়েছে। পুঠিয়া থানায় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।