করোনা করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ৭ দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টা থেকে এ লকডাউনের সময়সীমা শুরু হয়। লকডাউন চলবে আগামী ১৭ জুন মধ্যরাত পর্যন্ত। এ সময়ের মধ্যে রাজশাহী মহানগরীতে অফিস-আদালতসহ সকল অফিস বন্ধ থাকবে। রাজশাহী মহানগরীতে বাইরের জেলার কোনো যানবাহন প্রবেশ করতে পারবেনা ও নগর থেকে বাইরে কোনো গণপরিবহন প্রবেশ করতে পারবেনা। করোনা
সংক্রমণের বিস্তার রোধে মাঠে কঠোর থাকবে প্রশাসন। গত (১০ জুন) বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজশাহী সার্কিট হাউসে স্থানীয় প্রশাসনের যৌথ সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ৭ দিনের লকডাউন চলাকালে যাতে নগরবাসীর কোনো সমস্যা না হয় সেজন্য কেনাকাটায় বিকেল ৫ টা পর্যন্ত সময় দেয়া হয়। সেই সাথে নগরের মধ্যে থাকা বাইরের লোকজন ফিরতেও এ সময় দেয়া হয়। তবে জরুরী সেভা যেমন, ফার্মেসী, সেবা সংক্রান্ত, আম বাজার ও কাঁচা বাজার স্বাস্থ্যবিধি মেনে চলতে পারবে। বাস-ট্রেন বন্ধ থাকবে।
সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ন কবীর, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক ও রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার বিকেল ৫টা থেকে লকডাউন শুরু হয়। লকডাউনের সময়সীমা শুরু হতেই প্রশাসনের পক্ষ থেকে খোলা দোকান বন্ধের জন্য নির্দেশনা দেয়া হয়। দোকানপাটের পাশাপাশি রিক্সা, অটোরিক্সাসহ সব ধরণের না চলাচল করার জন্য নির্দেশনা হয়। এদিকে, লকডাউন শুরু হওয়ার কারণে রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রীদের টাকা ফেরত নিতে দেখা যায়। শুক্রবার সকাল থেকেই স্টেশনে যাত্রীদের ভিড় ছিল।
উল্লেখ্য, হঠাৎ করেই সীমান্তবর্তী জেলা রাজশাহীতে করোনা সংক্রমণ বেড়ে গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় ১০ জন করোনা রোগীর মৃত্যু হচ্ছে। আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ২০০ শতাধিক রোগী। আইসিইউ বেডের জন্য চলছে হাহাকার। নমুনা জটও বেড়েছে। ভ্রাম্যমাণ করোনার র্যাপিড টেস্টে ১০ শতাংশের উপরে পজিটিব এর হার। ফ্রি হওয়ায় অন্যান্য সময়ের চাইতে নমুনা পরীক্ষায় আগ্রহ বেড়েছে মানুষের মধ্যে।
এস/আর