নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবা উপজেলায় ৪০ কেজি গাঁজাসহ সখিনা বেগম (৪৫) নামের এক নারী পাইকারি গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক নারী গাঁজা ব্যবসায়ী আরএমপির পবা থানার দুয়ারি মধ্যপাড়া এলাকার ইয়াকুবের স্ত্রী। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার বাড়ি থেকে ৪০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। তবে তার স্বামী পলাতক রয়েছে। পবা থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজ জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তার নের্র্তৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সহ দুয়ারি মধ্যপাড়া
এলাকার মাদক ব্যবসায়ী ইয়াকুবের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ ইয়াকুবের স্ত্রীকে সখিনাকে আটক করা হয়। তবে তার স্বামী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।ওসি মাসুদ পারভেজ আরো জানান, সখিনা একজন পাইকারি গাঁজা বিক্রেতা। মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। তার স্বামীকে আটকের চেষ্টা চলছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে