গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহী জেলার বিভিন্ন স্থানে ৩৬তম বিসিএস ক্যাডারস এসোসিয়েশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
চলমান শীতে আর্ত মানবতার সেবায় ৩৬তম বিসিএস পরিবারের সকল ক্যাডার কর্মকর্তা সম্মিলিতভাবে মানবিক মূল্যবোধের জায়গা থেকে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করে। জেলা সদরের বিভিন্ন বস্তি ও রেলস্টেশনের ছিন্নমূল মানুষ, বরেন্দ্র এলাকা ও পদ্মাপাড়ের প্রান্তিক পর্যায়ে বিধবা, প্রতিবন্ধী, ভিক্ষুক এবং এতিমদের মাঝে ক্যাডার এসোসিয়েশনের পক্ষ থেকে ৯০টি কম্বল বিতরণ করা হয়। কার্যক্রম বাস্তবায়নে রাজশাহী জেলায় ৩৬তম ব্যাচের সমন্বয়কের ভূমিকা পালন করেন বিসিএস কৃষি ক্যাডারের সদস্য মতিয়র রহমান মুন্না এবং কৃষিবিদ এম এ মান্নান।
শীতবস্ত্র বিতরণের সময় গোদাগাড়ী উপজেলায় উপস্থিত ছিলেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৩তম ব্যাচের সদস্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম, বিসিএস (কৃষি) ক্যাডারের ২৯ ব্যাচের সদস্য উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, বিসিএস (প্রাণিসম্পদ) ক্যাডারের ৩৩তম ব্যাচের সদস্য ভেটেরিনারি সার্জন ডা. সম্পা রানী দাস, বিসিএস (মৎস্য) ক্যাডারের ২৪তম ব্যাচের সদস্য সিনিয়র মৎস্য অফিসার মোঃ শামশুল করিম, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৩৯তম ব্যাচের সদস্য সহকারী সার্জন ডা. কানিজ ফাতিমাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ।
রাজশাহী জেলার সমন্বয়কের দায়িত্বপালনকারী কৃষি ক্যাডারের কর্মকর্তা মতিয়র রহমান মুন্না বলেন, ৩৬তম বিসিএস ক্যাডারস এসোসিয়েশনের সভাপতি সহকারী কমিশনার মোঃ আমিনুল ইসলাম বুলবুল এবং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহকারী পুলিশ সুপার গোলাম রুহানীর নেতৃত্বে এবার আমরা সারা দেশে প্রায় পাঁচ শতাধিক কম্বল বিতরণ করেছি। এসোসিয়েশনের সকল ক্যাডার কর্মকর্তার প্রাণবন্ত অংশগ্রহণে এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন হয়েছে। আগামীতে আমাদের ৩৬তম বিসিএস পরিবারের এমন মানবিক সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এস/আর