রাজশাহীর গোদাগাড়ীতে এক কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ১ কেজি ৯৭০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫
গ্রেফতারকৃত চাঁপাইনবাবগঞ্জ সদরের জোড়াগাছী বটতলাহাট এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে সেলিম রেজা।
গত রোববার রাত পৌনে ৮টার দিকে উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের স্লুইসগেট ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল।
সোমবার (১১ অক্টোবর) সকালে র্যাবের কোম্পানি অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিএ/