নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ৭০ গ্রাম হেরোইন ও ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৭.২ লিটার চোলাইমদসহ ৪ জনকে আটক করা হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম (পূর্বপাড়া) টুলটুলি পাড়াস্থ রাস্তার ধারে টিনসেট বস্তি ঘরের মধ্যে থেকে মাদক ব্যবসায়ী সাব্বির হোসেন@পলাশ (২৮) ও রাজিব হোসেন @ হক (২৬), আজিজুল
ইসলাম (৩৫) ও আবুল হোসেন (৩২) কে ৭০ গ্রাম হেরোইন ও ৯৯ পি ইয়াবা ট্যাবলেট এবং ৩৭.২ লিটার চোলাইমদসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন কর হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।
এমকে