নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ৭০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, ঢাকা জেলার কেরানিগঞ্জ থানার ধালেশ্বর পশ্চিমপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে মিজান মিয়া (২৫) ও একই এলাকার রেজোয়ানের ছেলে রবিউল ইসলাম রিফাত (২৫)। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর গোলাম রুহুল কুদ্দুস জানান, রাজশাহী মহানগরীর
শিরোইল বাসস্ট্যান্ড টার্মিনালের চায়ের দোকানের সামনে ফুটপাতের উপর থেকে মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম রিফাত মিজান মিয়াকে ৭০ গ্রাম হেরোইনসহ আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমকে