নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরসহ আশেপাশের উপজেলায় সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদ্যাপিত হচ্ছে। সোমবার সকাল থেকেই নগরীর বিভিন্ন মন্দিরে পূজার্চনা এবং অঞ্জলি প্রদানের মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভক্তরা।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে