নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় হঠাৎ করেই শীতের প্রকোপ দেখা দিয়েছে। সেই সাথে বইছে ঠা-া বাতাস। বাতাসের কারণে শীত আরো বেশি অনুভূত হচ্ছে। সকাল থেকে দিনভর সূর্যের তেমন দেখা মেলেনি। বাতাসের সাথে মাঝেমধ্যেই হালকা বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে শীত আরো বেশি অনুভূত হয়েছে। শীতের সময় হলেও প্রতিদিন সূর্যের রোদ পড়ার কারণে তেমন শীত অনুভূত হয়নি। কিন্ত গতকাল সোমবার দিনভর রাজশাহীর আকাশে সূর্য না ওঠায় ও বৃষ্টি হওয়ায় শীত বেশি অনুভূত হয়েছে। সারাদিনই নারী-পুরুষ থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা পর্যন্ত সবাইকে শীতের পোশাক পরে বাইরে বের হতে দেখা গেছে। অথচ একদিন আগেই সকাল ১০টার পরে রাজশাহীর মানুষ জামা পরে বাইরে ঘুরে বেড়িয়েছে। একদিনের ব্যবধানেই রাজশাহীতে শীতের পরিমাণ
বেড়েছে। হঠাৎ বেশি শীত পড়ায় রাজশাহীর প্রাণকেন্দ্র সাহেব বাজারের ফুটপাতের দোকান ও মার্কেটগুলোতে গরম পোশাক কিনতে মানুষ ভিড় জমায়। সাধ ও সাধ্য অনুযায়ী মানুষকে শীতের পোশাক কিনতে দেখা যায়। তবে বেশির ভাগ নারী-পুরুষকে ফুটপাতেই শীতের পোশাক কিনতে দেখা গেছে। সোমবার রাতে শীতের পরিমাণ আরো বেড়ে যায়। শীত বেশি পড়ায় সাধারণ খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষের কষ্ট বেড়ে গেছে। কারণ প্রয়োজনীয় শীতের পোশাক তাদের নেই। সরকারের পক্ষ থেকে যা বরাদ্দ দেওয়া হয়েছে
তা অপ্রতুল। রাজশাহী মহানগর ছাড়াও আশেপাশের উপজেলায় আরো বেশি শীত পড়েছে বলে খবর পাওয়া গেছে। শীতের কারণে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, সোমবার সকালে বাতাসের পরিমাণ ছিল ৬৬ শতাংশ ও সন্ধ্যা ৬টায় ৬৫ শতাংশ। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৮ডিগ্রী সেলসিয়াস।
খবর ২৪ ঘণ্টা/এমকে