নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর ও আশেপাশের জেলা-উপজেলায় হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এতে পথচারীদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়। বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রাস্তায় বের হওয়া মানুষজন বিপাকের মধ্যে পড়েন। বৃষ্টিতে মানুষের সামান্য সমস্যা হলেও আমের মুকুল এবং গুটি আমের জন্য ব্যাপক উপকার হয়েছে। হঠাৎ বৃষ্টিতে অনেকেই ভিজে যায়। তবে শীত মৌসুমে বৃষ্টির কারণে বৃষ্টির সময় মানুষকে দোকান বা রাস্তার পাশে দাড়িয়ে থাকতে দেখা যায়। কারণ এখনকার বৃষ্টিতে ভিজলে অসুখ হওয়ার সম্ভাবনা থাকে। এ ছাড়া শীত মৌসুম পরিবর্তন হওয়ার কারণে এখন অসুখ-বিসুখ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এ কারণে বৃষ্টিতে ভেজার হাত থেকে রক্ষা
পাওয়ার জন্য মানুষ নিরাপদ স্থানে দাঁড়িয়ে যায়। তবে আবহাওয়া অফিস বলছে, মৌসুম পরিবর্তন হওয়ার কারণে এ বৃষ্টিপাত।শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা না মিললেও তেমন শীত অনুভূত হয়নি। কিন্ত দুপুর ২টার পর থেকে রাজশাহীর আকাশ কালো মেঘে ঢেকে যেতে থাকে। বিকেল পৌনে ৪টার দিকে আরো ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। এর বিকেল পৌনে ৪ টা ৫৫ মিনিটের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় পথচারীরা বিপাকের মধ্যে পড়েন। এ সময় বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পথচারীরা দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। অনেক মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর থেকে থেমে থেমে বৃষ্টি
হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সোয়া ৮টার দিকেও ধীরগতিতে বৃষ্টিপাত হয়। এ বৃষ্টিতে আমের মুকুল ও গুটি আমের ব্যাপক উপকার হয়েছে। এদিকে, রাজশাহী মহানগর ছাড়াও আশেপাশের জেলা ও উপজেলাগুলোতেও বৃষ্টিপাত হয়েছে বলে খবর পাওয়া গেছে। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, শুক্রবার বিকেল ৪টা ৫৫ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়। মৌসুম পরিবর্তনের প্রভাবে এ বৃষ্টি হয়েছে। বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত .৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি আরো হতে পারে বলে জানানো হয়।
খবর ২৪ ঘণ্টা/আর