নিজস্ব প্রতিবেদক : পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় সবজির পর এবার রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলার বাজারগুলোতে আলুর দাম বেড়েছে কেজিতে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত। বর্তমানে রাজশাহী মহানগরীর বাজারগুলোতে আলু বিক্রি হচ্ছে ৩২ টাকা কেজি। আর মাত্র দুদিন আগেই আলু বিক্রি হয়েছে ২৪ থেকে ২৫ টাকা কেজিতে। তবে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বেগুন, ফুলকপিসহ অন্যান্য সবজির দাম কিছুটা কমেছে। আলুর দাম বাড়ায় ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারণ পেঁয়াজের দাম বাড়ায় সাধারণ ও মধ্য আয়ের মানুষের নাভিশ্বাস উঠে যায়। এরমধ্যেই বাজার নিয়ন্ত্রণে
দেশব্যাপী ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এবার বছর ধরেই সবজির বাজারে উর্দ্ধগতি ছিল। আলুর দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ার আগেই বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন ক্রেতারা। জ নিয়ে জানা গেছে, গত এক মাস আগে থেকে রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলার বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় আলু প্রতি কেজিতে ১৮ টাকায় বিক্রি হয়। এরপর ২০ ও পরে মাত্র সপ্তাহের ব্যবধানে ২০ টাকা কেজিতে উঠে। তারপর কিছুদিন না যেতেই কেজিতে আলুর দাম উঠে ২৪ টাকায়। ২৪ টাকা কেজিতে কিছুদিন আলু বিক্রি হলেও গত দুই দিন ধরে আলুর
দাম বেড়ে উঠে যায় ৩২ টাকায়। মাত্র দুই দিনের ব্যবধানে কেজিতে ৮ টাকা বেড়ে যায়। এ ছাড়া ফুলকপি বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি এবং বেগুন বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।
বৃহস্পতিবার সরজমিনে নগরীর লক্ষীপুর কাঁচা বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৩২ টাকায়। অথচ এই আলুই মাত্র দুই দিন আগে বিক্রি হয়েছে ২৪ থেকে ২৫ টাকা কেজি। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারণ বছরজুড়েই সবজির বাজার ছিল অস্থির। সবজি কিনতে আসা আব্দুল্লাহ নামের এক ক্রেতা বলেন, পেঁয়াজের দাম নিয়ে আমাদের মতো স্বল্প আয়ের মানুষেরা বিপাকে আছি। তারপর মধ্যে আবার
আলুর দাম বেড়ে গেছে। যেভাবে আলুর দাম বেড়েছে তাতে কয়েকদিনের মধ্যে আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরো দাম বাড়ার আগেই বাজার মনিটরিংয়ের দাবি জানাচ্ছি জেলা প্রশাসনের কাছে। রাবেয়া নামের এক নারী ক্রেতা বলেন, একের পর এক সবিজর দাম কমার পরিবর্তে বাড়ছে। এভাবে চলতে পারে না। যারা নিত্য প্রয়োজনীয় সবজির দাম বাড়িয়ে সিণ্ডিকেট করছে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে সবজি বিক্রেতাদের সাথে কথা হলে তারা বলেন, পাইকারি বাজারে হঠাৎ আলুর দাম বেড়েছে। তাই খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। শেষের দিকে হওয়ায় দাম বেড়েছে। আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
আর/এস