1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে হচ্ছে নতুন দুইটি সরকারি স্কুল - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন

রাজশাহীতে হচ্ছে নতুন দুইটি সরকারি স্কুল

  • প্রকাশের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে নতুন দুইটি সরকারি স্কুল প্রতিষ্ঠা হতে যাচ্ছে। এ লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাৎ করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের পরিচালক রায়হানা তসলিম। বুধবার বিকেলে নগরভবনে মেয়রের সাথে সাক্ষাৎ করেন তিনি।
জানা গেছে, বুধবার বিকেলে নগরভবনে মেয়র খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাৎ করেন ৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের পরিচালক রায়হানা তসলিম। এ সময় মেয়র খায়রুজ্জামান ও প্রকল্প পরিচালক রায়হানা স্কুল প্রতিষ্ঠার বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেন। এ ব্যাপারে মেয়র

খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর সার্বিক উন্নয়নের ব্যাপারে অনেক বেশি আন্তরিক। যতবার তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছি, তিনি সব সময় পাশে থাকার আশ^াস দিয়েছেন। ইতোমধ্যে ঢাকা-রাজশাহী বিরতিহীন ট্রেনের অনুমোদন দিয়েছেন তিনি। আরেকটি সুখবর হলো, রাজশাহীতে সরকারি নতুন দুইটি স্কুল প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। স্কুল স্থাপন প্রকল্পের পরিচালক সাক্ষাৎ করেছেন। তিনি ইতোমধ্যে বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন। শিক্ষা নগরী রাজশাহীতে নতুন দুইটি সরকারি স্কুল প্রতিষ্ঠার নিদের্শনা দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি ও কৃজ্ঞতা প্রকাশ করছি।

মেয়র খায়রুজ্জামান লিটন জানান, নগরীর উত্তর দিকে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম। সেজন্য সেদিকেই নতুন দুইটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হতে যাচ্ছে। প্রায় চার একর জায়গায় স্কুল দুইটি গড়ে তোলা হবে। দুই স্কুলের ১০তলা আধুনিক ভবন হবে। শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধা থাকবে। ২০২১/২০২২ সালের দিকে নতুন দুইটি সরকারি স্কুল চালু হবে।
সাক্ষাৎকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চলের পরিচালক ড. আব্দুল মান্নান, উপ-পরিচালক শরমিন

ফেরদৌস চৌধুরী, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন প্রমুখ।
এদিকে স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে আজ ছোটবনগ্রাম, বড়বনগ্রাম, বাজে সিনিন্দা, খিরসিনটেকর এলাকা পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক।

খবর ২৪ ঘন্টা/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST