নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় বিজিবির ২ জন ল্যান্স নায়েক নিহত ও ১৯ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, ল্যান্স নায়েক জোবায়ের ও ল্যান্স নায়েক সাঈদ।
আজ শনিবার সকাল পৌনে আটটার দিকে গোদাগাড়ী কলেজ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় দুইজন নিহত এবং বাকি অনেক জন আহত হয়। এ বিষয়ে গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম জানান, শনিবার সকালে গোদাগাড়ী কলেজ মোড়ে বিজিবির ট্রাকের সঙ্গে কাপড় বোঝাই অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১জন বিজিবির
ল্যান্স নায়েক জোবায়ের মারা যান। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ল্যান্স নায়েক সাঈদ। তিনি আরো জানান, ৫৯ বিজিবির ১২জন এবং ৫৩ বিজিবির ৯ জন সদস্য নিয়ে প্রশিক্ষণের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে বিজির ২১জন সদস্য নিয়ে একটি ট্রাক আসছিলো। বিপরীত দিক থেকে আসছিলো একটি কাপড় বোঝাই ট্রাক। দুটি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জোবায়ের মারা যান। হাসপাতালে মারা যান সাঈদ। অপর ১৯ জন সদস্যর সবাই হালকা জখম ও আহত হয়েছেন। গোদাগাড়ীতে ঘটনাস্থলে নিহত বিজিবি নায়েক এর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
এমকে