নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে সৎ বাবা কর্তৃক এক সন্তানের জননী পালিত মেয়ে (২৮) ধর্ষণের শিকার হয়েছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে কুলাঙ্গার পিতা আজিমুদ্দীন কাচু (৫০) কে আটক করেছে। আটক কাচু নগরীর মতিহার থানার তালাইমারী বাদুরতলা এলাকার আব্দুল খালেকের ছেলে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই নারীকে মেডিকেল টেস্টের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে
পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করে নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান জানান, সৎ বাবা কর্তৃক ধর্ষণের শিকার ওই মেয়ের রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিয়ে হয়েছে। গত কয়েকদিন আগে সে তার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার তার স্বামীর তাদের বাড়িতে বেড়াতে আসার কথা ছিল। এ জন্য ওই মেয়ে ঘরের দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়ে। সুযোগ পেয়ে রাত আনুমানিক ১২টার দিকে তার সৎ বাবা তার পালিত মেয়ের ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি তিনি মতিহার থানা পুলিশকে জানালে অভিযান চালিয়ে কুলাঙ্গার কাচুকে আটক করা হয়। এ ঘটনায় ওই
ভিকটিম বাদী হয়ে মতিহার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। সেই মামলায় আসামীকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে রামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস