নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ও জেলায় স্বাস্থ্যবিধি না মেনে অবহেলাজনিত কাজের মাধ্যমে জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বিস্তারকরণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৪ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে ১৪টি মামলায় ১৪ জনকে জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১
জনকে ৩০০ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ২ জনকে ২৫০ টাকা, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মহসিন মৃধা ২০০০ হাজার টাকা, তানোর উপজেলার নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো ভ্রাম্যমাণ আদালতে ১৮০০ টাকা ও পবা উপজেলা নির্বাহী অফিসার শেখ এহাসান উদ্দিন ভ্রাম্যমাণ আদালতে দুটি মামলায় ৪০০ টাকা জরিমানা করেন। এ সময় ২১৫ টি মাস্ক বিতরণ করা হয়।
এমকে