নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর কাটাখালি থানার বাখরাবাজ এলাকায় গৃহবধূ মিথিলা আক্তার মিমকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার স্বামী আরিফকে আটক করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী কাটাখালি থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান।
তিনি জানান, শনিবার দিবাগত রাত একটার দিকে নিজের স্ত্রীকে গলায় তার পেঁচিয়ে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়ে দেয় তার স্বামী আরিফ। হত্যার পরে তাকে স্ত্রীর সাথে ঝুলিয়ে রাখে। গৃহবধূ মিমের মা বিষয়টি মেনে না নেয় থানায় মামলা দায়ের করেন। থানায় মামলা হওয়ার পর তার স্বামী আরিফকে আটক করে পুলিশের কাছে স্বীকার করেন যে সে তার স্ত্রীকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজায়।
এস/আর