নিজস্ব প্রতিবেদক :
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রাজশাহীতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে ঘোড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে শিক্ষার্থীরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে ভোট প্রদান করে। নির্বাচনে শিক্ষার্থীরা থেকে নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট ও স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করে। ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচিত ৭ জন হলো ফারহাত আনজুম, ফাহমিদা ইসলাম বিথী, আল-আামিন সরকার, জান্নাতুননেসা, মোহনা খাতুন, অনিক ইসলাম, ও মীম খাতুন। নির্বাচিতরা পরিবেশ
সংরক্ষণ, পুস্তক ও শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি, পানি সম্পদ, বৃক্ষরোপন ও বাগান তৈরী এবং অভ্যর্থনা ও আপ্যায়ন নামক ৭টি দপ্তরের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবে। ভোট চলাকালীন সময়ে প্রাথমিক ও গণ শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মুজাহিদুল ইসলাম, সহকারী থানা শিক্ষা অফিসার রুনা লায়লা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন, পিটিএ সভাপতি কামাল উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভোটগ্রহন পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী।
খবর ২৪ ঘণ্টা/আর