নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাট উপজেলার কারিগরপাড়া থেকে দুই কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। শনিবার সকাল সোয়া ৮টায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, খাইরুল ইসলাম ও আবুল হোসেন।
র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম জানান, র্যাব-৫ এর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে চারঘাট উপজেলার কারিগরপাড়া থেকে দুই কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ খাইয়রুল ও আবুল হোসেনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে