রাজশাহীতে সাবেক স্ত্রীর স্বামীকে অভিনব কায়দায় ফাঁসানোর চেষ্টা, আটক ১
প্রকাশের সময় :
বুধবার, ১০ মারচ, ২০২১
রাজশাহী মহানগরীতে সাবেক স্ত্রীর স্বামীকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টায় মনিরুল ইসলাম সজল (২৯) নামের এক প্রতারককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক যুবক রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি পূর্বপাড়া গ্রামের মোতালেব ইসলাম এর ছেলে। পুলিশ জানায়, ৯ মার্চ মঙ্গলবার রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরিফিন জুয়েল অভিযান পরিচালনাকালে মনিরুল ইসলাম সজল (২৯) নামের একজন ব্যক্তির তথ্যের ভিত্তিতে মাসুদ রানা (৩৪) নামের একজন ব্যক্তির মোটরসাইকেল তল্লাশী করে সাইলেন্সার পাইপ এর স্টিলের কভারের ভিতর থেকে ১০ গ্রাম হেরোইন ও ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
ডিবি পুলিশ মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে, সে রাজশাহী বিশ্বিবিদ্যালয়ের মাদারবক্স হলের গার্ড হিসেবে কর্মরত আছে। ডিবি পুলিশ আরো জানতে পারে অভিযুক্ত ব্যক্তির মাদক সেবন ও ব্যবসার সাথে কোনো সংশ্লিষ্টতা নাই।
পরবর্তিতে ডিবি পুলিশ সংবাদদাতা মনিরুল ইসলাম সজলকে কৌশলে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, তার সাবেক স্ত্রীর বর্তমান স্বামী মাসুদ রানা। মাসুদ রানা তার সাবেক স্ত্রীর সাথে অবৈধভাবে সম্পর্ক স্থাপন করে বিবাহ করেছে। তাই সে প্রতিশোধ নিতে মাসুদ রানার ব্যবহৃত মোটরসাইকেলে পরিকল্পিতভাবে মাদক রেখে ডিবি পুলিশকে দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।