1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে সাবেক মেয়র লিটনের পিএস'সহ গ্রেপ্তার ৬ - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন

রাজশাহীতে সাবেক মেয়র লিটনের পিএস’সহ গ্রেপ্তার ৬

  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী (পিএস) বিপুল কুমার সরকারসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এছাড়া গ্রেপ্তার করা হয়েছে, রাসিকের ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম ওরফে পচা, হেতেমখাঁ শাহাজিপাড়া এলাকার সোহেল রানার ছেলে তানজিদ ইসলাম, কাজলা কেদুর মোড় এলাকার আফজাল হোসেনের ছেলে এনামুল হক, জয়নাল আবেদিনের ছেলে সাব্বির, রানীনগর মোন্নাফের মোড় এলাকার মৃত আলী ড্রাইভারের ছেলে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি)পুলিশ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান এর নির্দেশে মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার মীর মোহাম্মদ সাফিন মাহমুদের নেতৃত্বে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (১০ নভেম্বর) বিকালে গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশ ।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সূত্রে জানা গেছে, শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত সহকারী বিপুল কুমারকে নগরের রাণীনগর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিপুল কুমার সিটি করপোরেশনের কর্মকর্তা। তিনি ব্যক্তিগত সহকারী হিসেবে সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে কাজ করতেন।

অপরদিকে, নগরের ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ওরফে পচা’কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আগে রাজশাহীতে আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে দিবালোকে বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে ব্যাপক নাশকতা চালায় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাঁধা প্রদান করা সহ একাধিক অভিযোগে নগরীর বিভিন্ন এলাকায় তাদের বিরুদ্ধে মামলা হয়। উক্ত মামলায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে আরএমপির বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ বলেন নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই এজাহার নামীয় তদন্ত প্রাপ্ত আসামি। পরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST